ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় দুই যুবক নিহত

ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় দুই যুবক নিহত

চট্টগ্রাম : ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ মাসুদ ও অারিফ নামে ২ শিক্ষার্থীর মার্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং ইউনিয়নের তাজুর ঘাটা এলাকায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে এ দূর্ঘনা ঘটে।

দূর্ঘটনায় মোহাম্মদ মিজান গুরুতর অাহত হয়। হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে অাসলে পথিমধ্যে মাসুদের মৃত্যু হয় বলে দায়িত্বরত ডাক্তাররা জানা। দূর্ঘটনার পর ঘটনাস্থলেই অারিফের মৃত্যু হয় বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে। নিহত মাসুদ পাইন্দং ইউনিয়নের তাজুর বাড়ীর অাবুল বশেরের পুত্র, অারিফ একই বাড়ীর জনৈক অাবুর পুত্র। সম্পর্কে তারা দুজনই চাচাতো ভাই হন। নিহত মাসুদ পাইন্দং দাখিল মাদ্রাসা থেকে এবার জেডিসি পরীক্ষা দিয়েছে। অারিফ একই মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষার্থী বলে জানা যায়।