দুর্গম পাহাড়ে খাগড়াছড়ি সেনা জোনের টেলিভিশন বিতরণ

দুর্গম পাহাড়ে খাগড়াছড়ি সেনা জোনের টেলিভিশন বিতরণ

শংকর চৌধুরী (খাগড়াছড়ি) : পার্বত্য জেলা খাগড়াছড়ির অনুন্নত পাহাড়ি এলাকায় টেলিভিশন বিতরণ করেছে খাগড়াছড়ি সদর জোন।

সোমবার (২৬ নভেম্বর) খাগড়াছড়ি সদর জোনের অন্তর্গত ক্যাম্প সমূহের বিভিন্ন সামাজিক সংগঠনে টেলিভিশন বিতরণ করার মাধ্য দিয়ে দুর্গম পাহাড়ি জনপদের গ্রাম গুলোতে ব্যতিক্রমী এ উদ্যোগের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করে দিলেন, বাংলাদেশ সেনা বাহিনী খাগড়াছড়ি সদর জোন।

খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন জিরোমাইল আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ ঠাকুরছড়া পুকুরপাড়া এলাকার জাগরণ ক্লাবে ১টি, ঘাসবন আর্মি ক্যাম্প এলাকার পেরাছড়া কমফোই সমবায় সমিতিতে ১টি, ভাইবোনছড়া আর্মি ক্যাম্প এলাকার ভাইবোনছড়া যুব সংঘে ১টি, পানছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় স্থাপিত সবুজ ক্লাবে ১টি ও হিল পাওয়ার স্পোর্টস ক্লাবে ১টি এবং সদর জোনের দায়িত্বপূর্ণ সিংঙ্গীনালা মগপাড়ার ম্যাং ম অং ক্লাবে ১টিসহ সর্বমোট ৬টি টেলিভিশন বিতরণ করা হয়।

দুর্গম পাহাড়ে খাগড়াছড়ি সেনা জোনের টেলিভিশন বিতরণ

এসকল সামাজিক সংগঠন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে খাগড়াছড়ি সদর জোনের ক্যাম্প কমান্ডারগণ উক্ত টেলিভিশন গুলো বিতরণ করেন। বিনোদনে অন্যতম মাধ্যম টেলিভিশন পেয়ে গ্রামের সাদাসিধা সাধারণ মানুষ গুলো সেনাবাহিনীর ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতে তাদের বিভিন্ন প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন টেলিভিশন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকলে।

ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আরাফাত হোসেন পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃংখলা রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন যাবৎ সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বিভিন্ন কর্মকান্ডের সাথে এই কর্মসূচীর উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও জোন সদর কর্তৃক এ ধরণের কর্মসূচী চলমান থাকবে বলেও জানান তিনি।