[caption id="attachment_32764" align="alignleft" width="500"]
ড. কামাল[/caption]
অসুস্থতার কারণে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের আসন ভাগাভাগি নিয়ে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মির্জা ফখরুল। বৈঠকশেষে ড. কামাল হোসেনের পাশে বসে তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন অসুস্থতায় ভুগছেন। এ অবস্থায় তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, আপাতত জোটগতভাবে নয়, দলীয়ভাবে মনোনয়নপত্র জমা দেবেন ঐক্যফ্রন্টের শরিক বিভিন্ন দলের প্রার্থীরা। পরে আলোচনাসাপেক্ষে জোটের প্রার্থী চূড়ান্ত করে বাকিদের প্রার্থিতা প্রত্যাহার করা হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত