[caption id="attachment_34325" align="alignleft" width="380"]
মামলা[/caption]
কক্সবাজার: টেকনাফের এমপি বদির গাড়ী লক্ষ্য করে গুলি বর্ষনের ঘটনায় উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মো. আব্দুল্লাহ সহ ৩ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১ ডিসেম্বর) এমপি বদির ব্যক্তিগত গাড়ী চালক খোরশেদ আলম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় আব্দুল্লাহসহ ৩জনকে এজাহার নামীয় ও ৪-৫ জনকে অজ্ঞাত আসামী করে মামলাটি দায়ের করেন। যার মামলা (নং-৪)। মামলার এজাহার নামীয় আসামীরা হচ্ছেন আব্দুল্লাহ এবং তার দুই শালক হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া এলাকার মো. সালাউদ্দিন, রুহুল আমিন। টেকনাফ থানার পরিদর্শক তদন্ত এবিএমএস দোহা এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় টেকনাফ-কক্সবাজার সড়কে এমপি বদির গাড়ীতে গুলিবর্ষনের ঘটনা ঘটে।গাড়ীর পিছনের অংশ ক্ষতিগ্রস্থ হলেও প্রানে বেঁচে গেছেন এমপি বদিসহ আরোহীরা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত