কক্সবাজার-১ আসনে জাফর-হাসিনাসহ ৮ প্রার্থী বৈধ

প্রার্থী সাবেক সংসদ হাসিনা আহমদ ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম

মোহাম্মদ উল্লাহ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে আওয়ামী লীগের মনোনীত হেভিওয়েট প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম ও বিএনপির মনোনীত (ঐক্যফ্রন্ট) প্রার্থী সাবেক সংসদ হাসিনা আহমদসহ ৮জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে রির্টানিং কর্মকর্তা।

কক্সবাজার-১ আসনে মোট ৮টি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাচাই হয়। এ আসনে কোন প্রার্থী মনোনয়ন পত্র বাতিল হয়নি।

রোববার (২ ডিসেম্বর) সকাল ১০টায় কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাচাই করে এ ঘোষণা দেয়া হয়।

এছাড়াও মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়, জাতীয় পার্টির প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক বর্তমান সাংসদ মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, ওর্য়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা হাজী বশিরুল আলম, জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএ) থেকে গণঐক্যের প্রার্থী ফয়সাল চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আজগর, স্বতন্ত্র প্রার্থী বদিউল আলম ও তানিয়া আফরিন।