[caption id="attachment_34378" align="aligncenter" width="684"]
ইয়াবাসহ বিজিবি সদস্য আটক[/caption]
কক্সবাজার: টেকনাফে ২ হাজার পিস ইয়াবাসহ এনামুল হক (৩৫) নামক এক বিজিবির সদস্যকে অাটক করেছে পুলিশ।তিনি টেকনাফ (বিজিবি) ২ ব্যাটালিয়নের সিপাহি (নং -৭৫৭২১) হিসেবে কর্মরত। তিনি ঢাকা সেনানিবাসের ৩২৫ দক্ষিন কাফরোল এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস জানান, রবিবার (২ ডিসেম্বর) রাত ৮টা নাগাদ ইয়াবা পাচারের সংবাদ পেয়ে পুলিশ উপজেলার হ্নীলা বাসষ্টেশন এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিস বাসে অভিযান চালায়। এসময় ২ হাজার পিস ইয়াবাসহ একযাত্রীকে অাটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিজিবি সদস্য এবং ছুটিতে বাড়ি যাচ্ছিল বলে জানিয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত