[caption id="attachment_34397" align="aligncenter" width="648"]
গোলাম মাওলা রনি (ফাইল ছবি)[/caption]
পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র বাতিল হওয়া বিএনপির প্রার্থী গোলাম মাওলা রনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন নির্বাচন কমিশনের ন্যায় বিচারের মাধ্যমে প্রার্থিতা ফিরে পাব। অতীতে এমন ভুলে কার মনোনয়ন বাতিল হয়নি।
তিনি বলেন, ‘নির্বাচন কমিশনে (ইসি) ন্যায় বিচার পাব বলে আশা করছি। আমার মনোনয়নপত্রে সামান্য ভুল ছিল। আশা করছি আমারটাও বাতিল হবে না।'
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি আরও বলেন, অতীতে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের সময় এ রকম ভুল ধরা পরলে বলা হত এখানে স্বাক্ষর করে দেয়ার জন্য। এখন সেই স্বাক্ষরের সুযোগ না দিয়ে আমাকে সরাসরি বলা হলো আপনার মনোনয়নপত্র বাতিল। আমি সেটি মেনে নিয়েছি, এখানে বিধি মোতাবেক সার্টিফাইট কপি নিয়ে এসেছি।’ এর আগে, রবিবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন গোলাম মওলা রনির মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় স্বাক্ষর না থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত