[caption id="attachment_34429" align="aligncenter" width="648"]
ছবি: সংগৃহীত[/caption]
চট্টগ্রাম : জেলার পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল উদ্দিন আকবরকে (৩৫) ছুরিকাঘাতে খুন করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার কোলাগাঁও টেক এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ঠিকাদারি নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত জামাল উদ্দিন আকবর কোলাগাঁও ইউনিয়নের আলাউদ্দিন দফাদার বাড়ির মৃত ইয়াছিন আলীর ছেলে। তিনি পটিয়ার আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পু্লিশ ফাঁড়ির নায়েক মো. আমির জানান, দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত জামাল উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ জানান, কোলাগাঁও এলাকায় জামাল উদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত