
চট্টগ্রাম : নগরীর নন্দনকানন বৌদ্ধমন্দির এলাকা থেকে ডলার প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পু্লিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও তিনটি ছুরি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
সোমবার (৩ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।
গ্রেফতার চার প্রতারক হলো- জামাল শেখ (৪০), জামাল মোল্লা (৪০), মিল্টন ফকির প্রকাশ বাঘু (২৫) ও রাজ্জাক শেখ (৩৫)।
ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে ডলার প্রতারক চক্রের ৪ সদস্যকে অস্ত্র ও ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। তারা মানুষের কাছে ডলার বিক্রির কথা বলে ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেয়।