চট্টগ্রাম : জেলার পটিয়ায় ইয়াবা ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে সম্রাট কামাল উদ্দিন ওরফে কানা কামাল নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। নিহত কামাল উপজেলার হুলাইন আকবর পাড়ার মৃত আবদুল ছমদের ছেলে। শনিবার (৮ ডিসেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের চন্দ্রকলা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ রাত তিনটার দিকে লাশ উদ্ধার মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি, অব্যবহৃত তিন রাউন্ড কার্তুজ, দুটি গুলির খোসা, ৮শ' পিস ইয়াবা ও পকেটে থাকা ৪শ' টাকা উদ্ধার করেছে। তবে প্রতিপক্ষ সন্ত্রাসীরা কারা সেটা পুলিশ নিশ্চিত করতে পারেনি।
আরো পড়ুন : পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
নিহত কামালের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে জানিয়ে পটিয়া থানার ওসি শেখ মো. নেয়াম উল্লাহ বলেন, মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের গোলাগুলিতে কানা কামাল নিহত হয়েছেন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত