
চট্টগ্রাম : নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গ্রেফতার করেছে পু্লিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী জানিয়েছেন রবিবার (৯ ডিসেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। ।
আরো পড়ুন : গুলশানে বিএনপির মনোনয়নবঞ্চিতদের বিক্ষোভ অব্যাহত
গ্রেফতার দু’জন হলেন চকবাজার থানা জামায়াতের সাবেক নায়েবে আমির মো. জহির উদ্দিন (৫৮) ও বাকলিয়া থানা স্বেচ্ছাসবক দলের সভাপতি মো. সিকান্দার আলম (৫৩)।
আরো পড়ুন : পাঁচ নারীর হাতে রোকেয়া পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
ওসি প্রনব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. জহির উদ্দিন ও সিকান্দার আলম নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা বেশ কয়েকটি নাশকতা মামলার পলাতক আসামি।