[caption id="attachment_34704" align="alignleft" width="684"]
নরসিংদী[/caption]
নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে মোট ৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
রোববার (৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এতে বর্তমান মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ালো ৩৩ জন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া প্রার্থীরা হলেন, নরসিংদী-২ (পলাশ ও সদরের একাংশ) আসন থেকে জাসদের (ইনু) জায়েদুল কবির, নরসিংদী-৩ এ বিএনপির আক্রামুল হাসান ও এড,মোঃ সানাউল্লাহ মিয়া, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে বিএনপির আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল ও জেএসডির সানাউল হক নীরু ও নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে জেএসডির মোঃ নাজমুল হক সিকদার, বিএনপির একে নেছার উদ্দিন ও জাতীয় পার্টির মেহেরুন্নেসা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত