সুষ্ঠু ভোটদানে বাধা দিলে প্রতিরোধ করব: কর্নেল বাহার

ধানের শীষের প্রার্থী কর্নেল (অব.) অাজিমুল্লাহ বাহার চৌধুরী

চট্টগ্রাম : সুষ্ঠু ভোটদানে বাধা দিলে জনতাকে সাথে নিয়ে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম -২ অাসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী কর্নেল (অব.) অাজিমুল্লাহ বাহার চৌধুরী।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকালে উপজেলা সদরের এশিয়া প্লাজায় বিএনপির কার্যালয়ে অায়োজিত এক বর্ধিত সভায় তিনি এই ঘোষণা দেন। সভায় উপস্থিত নেতাকর্মীরা শেষ মুহুর্ত পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেয়ার ওয়াদা করেন।

সভায় ধানের শীষের প্রার্থী সাবেক পিজিঅার প্রধান কর্নেল বাহার বলেন, ‘দীর্ঘদিন অামি ডিফেন্সে ছিলাম। দেশের শত্রু, মানুষের শত্রুদের কিভাবে রুখতে হয় তা অামার ভালোই জানা অাছে। কাজেই সুষ্ঠু ভোটদানে কেউ বাধা দিবেন না। না হয় জনতাকে সাথে নিয়ে অামরা প্রতিরোধ করবো। মানুষের ভোটের অধিকার রক্ষায় নিজের শেষ রক্ত বিন্দু উৎসর্গ করব।’

উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ ছালাহউদ্দিনের সভাপতিত্বে বর্ধিত সভায় উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ জয়নাল, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম নাসির উদ্দীন, ফটিকছড়ি বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযুদ্ধা ফজল বারেক, এডভোকেট আফাজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক জহির আজম খান, এস এম শফিউল আজম মেম্বার, আমানুল্লাহ চৌধুরী, হাফেজ জয়নাল, মন্নান চৌধুরী, এস এম আবু মুনসুর (উপজেলা সাবেক ছাত্রদল সভাপতি), মুহাম্মদ হাসান, হাসান সিকদার, ফয়েজ তারেফ, মুশরাফুল আনোয়ার মশু, এস এম আজিজুল্লাহ, রোকন সিকদার, ওমর ফারুক চৌধুরী ডিউক, এইচ.এম.সাইফুদ্দীন, নাসির উদ্দিন বাহাদুর, আশরাফ, আলাউদ্দিন কাজল, মঈনুল্লাহ উজ্জল, ইব্রাহীম, সেলিম মজুমদার, কামরুল অপু, মাসুম, গাজি মুরশেদ, নাসির উদ্দীন, পারভেজ, টুটুল, মাহফুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বর্ধিত সভাশেষে কর্নেল বাহার নেতাকর্মীদের নিয়ে অানুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।