[caption id="attachment_34864" align="aligncenter" width="468"]
অভিযোগ[/caption]
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনের মাছ মার্কার প্রার্থী প্রফেসর ড. আনসারুল করিমের সমর্থনে বুধবার (১২ ডিসেম্বর) মহেশখালী পৌর এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়।
দুপুরের ওই পথসভায় যোগ দিতে উপজেলার বিভিন্ন স্থান থেকে লোকজন আসতে বাঁধা দেয়ার অভিযোগ করেছেন তিনি। পুলিশ ও প্রতিদ্বন্ধি প্রার্থীর লোকজন এই বাঁধা দেন বলে তিনি অভিযোগ করেন।
ড. আনসারুল করিম জানান, তার পথসভায় যোগ দিতে মহেশখালীর বিভিন্ন স্থান থেকে বিপুল লোকজন আসে এবং অনেকে আসার অপেক্ষায় ছিল। কিন্তু আসার পথে কালারমারছড়ার কয়েকটি স্থান, হোয়ানক ও বড় মহেশখালীতে বাঁধা দিয়েছে পুলিশ।
পথসভায় আসতে চাওয়া লোকজনের গাড়িও আটকে দেয়া হয়েছে। আবার সিএনজি অটোরিক্সাসহ যানবাহনের চালকদের গাড়ি চলাচল করতে নিষেধ করা হয়। পুলিশের সাথে নৌকা প্রার্থীর লোকজনও ছিল।
তিনি বলেন, ‘পুলিশের প্রতি আমার আহ্বান আপনারা সহাবস্থান নিশ্চিত করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখুন। দয়া করে পক্ষপাতিত্ব করবেন না।’
এ ব্যাপারে জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে কল না ধরায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধরের বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত