

কক্সবাজার: টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে অন্তত ৫ কোটি টাকার ইয়াবা জব্দ করেছে ২ বিজিবি। তবে পাচার কাজে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (১৬ ডিসেম্বর) রাত পৌনে ২টা নাগাদ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আছাদুদ জামান চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল উপজেলার সদর ইউনিয়নের মন্ডল পাড়া নাফ নদী সংলগ্ন এলাকায় লবন মাঠ থেকে ২০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। অপরদিকে একই সময় সাবরাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকার একটি সুপারী বাগান থেকে ৩ কোটি টাকা মূল্যমানের ১ লক্ষ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।
এদিন সকালে হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকায় নাফ নদীর কিনারা থেকে দেড় কোটি টাকা মূল্যে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি টহল টিম। এসব মাদক পাচারের পিছনে জড়িত সিন্ডিকেটের ব্যাপারে কিছুই জানা সম্ভব হয়নি।
এসব বিষয়ে ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আছাদুদ জামান চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবাসমূহ পরবর্তীতে উর্ধ্বতন কতৃপক্ষ, গন্যমান্য ব্যক্তিবর্গ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।













