টাঙ্গাইলে আবদুল লতিফ সিদ্দিকীর গাড়ি বহরে হামলা
রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী অবস্থান

রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সামনে স্বতন্ত্র প্রার্থী অবস্থান

টাঙ্গাইল : টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় সতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারনার গাড়িবহড়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এরজন্যে আব্দুল লতিফ সিদ্দিকী ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীকে দায়ি করেছেন।

হামলার প্রতিবাদে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি জানান, সকালে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারনায় যাওয়ার সময় সেখানকার স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খানের ইন্দনে তার গাড়িবহরে হামলা করে। এতে তার ব্যাক্তিগত গাড়িসহ আরো তিনটি গাড়ি ভাংচুর করা হয়। এসময় ইট পাটকেলের আঘাতে তার কয়েকজন নেতা-কর্মী আহত হয়। তিনি আরও
বলেন যে পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হবে ততক্ষন পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচী পালন করবেন।

শেয়ার করুন