
চট্টগ্রাম-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবু সুফিয়ান বলেছেন, নেতাকর্মীদের বাড়ী বাড়ী গিয়ে তল্লাশী, হামলা মামলা ও গ্রেফতার করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবেনা। আগামী নির্বাচন সকল অন্যায়, দুর্নীতি ও দু:শাসন থেকে মুক্তির নির্বাচন। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে,সে সাহস ও শক্তি নিয়ে আমরা সকল অপশক্তিকে ভোটযুদ্ধে মোকাবেলা করবো। যারা বিভিন্ন কুটকৌশল অপপ্রয়োগ করে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্থ করতে চায়,পেশীশক্তি ও প্রশাসনকে ব্যাবহার করে জনাতঙ্ক সৃষ্টি করছে তাদের অবশ্যই মনে রাখা উচিত বুলেটের চাইতে ব্যালট অনেক শক্তিশালী। আগামী ৩০ তারিখ ব্যালট বিপ্লরের মাধ্যমে জনগণ তাদের সুমিচিত জবাব দিবে।
শনিবার (১৫ ডিসেম্বর) বিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও ধানের শীষ প্রতীকের সমর্থনে চট্টগ্রাম-৮ আসনের ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড এর বিভিন্ন এলাকায় গণসংযোগকালে একথা বলেন।
পশ্চিম ষোলশহর ওয়ার্ড এর মির্জাপুল এলাকা থেকে গণসংযোগ শুরু করে মোহাম্মদপুর, খতিবেরহাট, নাজিরপাড়া, সুন্নিয়া মাদ্রাসা, বিবিরহাট,হামজারবাগ, মোমিনবাগ, হিলভিউ আবাসিক এলাকায় গিয়ে শেষ করেন। এলাকবাসীর সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি এলাকার মূল সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনেন এবং নির্বাচিত হলে তড়িৎ সমাধানের প্রতিশ্রুতি দেন।
প্রতিটি এলাকায় শত শত নারী-পুরুষ ধানের শীষের গণসংযোগকে স্বাগত জানিয়ে স্বতঃস্ফুর্তভাবে গণসংযোগে অংশ নেয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এসকান্দর মির্জা,আর ইউ চেীধুরী শাহীন,মঞ্জুর আলম মঞ্জু,আনোয়ার হোসেন লিপু, ডা: নাছিরউদ্দিন, এস.এম মুছা, পাঁচলাইশ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুনির চৌধুরী, এনামুল হক মন্টু, নকিব উদ্দিন ভূইঁয়া, ২০দলীয় জোট নেতা আনোয়ার সাদিক, বিএনপি নেতা বদিউল আলম, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, আকবর খাঁন, এম.এ.নাছির, আব্দুল হাই, মহানগর যুবদল নেতা ম. হামিদ, জানে আলম, মো: আলী, মো: আসলাম সও:, নেজাম উদ্দিন, তৌহিদুল আলম রাসেল, গোলজার হোসেন, মো: আলী সাকি, মাহবুব আলম, আরিফুল ইসলাম, মনছুর আলম, আব্দুল নবী, সাইদুল ইসলাম, মকবুল হোসেন খোকন, ইমরান ভূইঁয়া, জাহেরু মাসুদ, জিনিয়া আক্তার, নাজমা সায়েদ, রুহুল আমিন, মো:আলী, মো: ইদ্রিস, দস্তগীর আলম, মো: শফি, মো: জাবেদ, মো: ফারুক, ছাত্রদল নেতা সামিয়াত আমিন জিসান, মোরশেদ কামাল, মাহমুদুর রহমান বাবু, ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, সত্যজিত বড়ুয়া রুপু সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।