দুই দিনের জনদুর্ভোগ
দুঃখ প্রকাশ করলেন নৌমন্ত্রী শাজাহান খান

নৌমন্ত্রী শাজাহান খান-ফাইল ছবি

ঢাকা : আন্দোলনরত পরিবহন শ্রমিকদের সঙ্গে আলোচনার মধ‌্যেই এক ট্রাক চালকের ফাঁসির রায়ের খবরে ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল’ মন্তব‌্য করে ধর্মঘটে ব‌্যাপক জনদুর্ভোগের জন‌্য দুঃখ প্রকাশ করেছেন দেশের শ্রমিক সংগঠনগুলোর শীর্ষ ফোরাম বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের এই কার্যকরী সভাপতি এবং নৌমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেছেন, পরিবহন শ্রমিকদের দাবির বিষয়টি ‘আইনগতভাবে’ সমাধানের জন‌্য অগ্রসর হবেন তারা। এ বিষয়ে সরকারের কাছ থেকে ‘সহযোগিতার আশ্বাসও’ তারা পেয়েছেন।

বুধবার (১ মার্চ) সকালে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর দুপুরে মতিঝিলে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠক করে সরকারের আশ্বাস পাওয়ার কথা জানান নৌমন্ত্রী।

পরে এক সংবাদ সম্মেলনে তিনি পরিবহন মালিক শ্রমিকদের যানবাহন চলাচল শুরুর আহ্বান জানান এবং তার পরপরই ঢাকার বিভিন্ন টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলতে শুরু করে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গাও উপস্থিত ছিলেন, যিনি বাস ও ট্রাকমালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি।

ধর্মঘটের বিষয়টি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত ছিল না এবং রায়ের খবরে ক্ষুব্ধ চালকরা ‘নিজেরাই’ গাড়ি চালানো থেকে বিরত ছিলেন দাবি করে শাজাহান খান বলেন, “স্বাভাবিকভাবে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ব্যাপক জনদুর্ভোগের সৃষ্টি হয়। এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।”

মানিকগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় গত মাসের শেষ দিকে জামির হোসেন নামের এক বাস চালকের যাবজ্জীবন সাজার রায় হয়। এর প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় গত রবিবার শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

সোমবার দুপুরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও ওইদিন সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে মীর হোসেন নামের এক চালকের ফাঁসির রায় হলে পরিবহন শ্রমিক নেতারা অনির্দিষ্টকালের কর্মবিরতির কর্মসূচি দেন।

মালিক-শ্রমিকদের বাস্তব সমস্যা উপলব্ধি করে সবার কাছে ‘সমস্যা নিরসনে সুপরামর্শ’ চান শাজাহান খান।

সড়ক পরিবহন মন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, “মন্ত্রীদ্বয় মালিক-শ্রমিকদের সমস্যার বাস্তব উপলব্ধি করেছেন। তারা আমাদের আশ্বস্ত করেছেন, উদ্ভূত পরিস্থিতিতে আমরা আইনগতভাবে সমস্যা সমাধানে আগ্রসর হব। সেক্ষেত্রে সরকার আইনানুগ সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”

পরিবহন মালিক-শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, “মন্ত্রীদ্বয়ের আশ্বাসের প্রেক্ষিতে দেশের সকল সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের চলমান অচলাবস্থা নিরসনকল্পে যান চলাচলের জন্য অনুরোধ জানাচ্ছি।”

বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ‌্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান মালিক সমিতি এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন