চট্টগ্রাম : জেলার সীতাকুণ্ডে একটি সামাজিক অনুষ্ঠানে মদ সেবনের পৃথক দুটি ঘটনায় অসুস্থ হয়ে দুই জেলে পাড়ায় মহিলাসহ তিনজন মৃত্যু খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। একই ঘটনায় অসুস্থ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ১০জন।
নিহতরা হলেন ভাটিয়ারী মির্জানগর জেলে পাড়া এলাকার যোগেশ দাশের পুত্র তাপস দাশ (২২), মদনহাট জেলে পাড়ার অঞ্জলী দাশ (২৮)। নিহত অন্যজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে অসুস্থ অবস্থায় এখনো চিকিৎসাধীন রয়েছেন গুড়াবালি দাশ, নেপাল দাশ, মনা পাখি দাশ, তেজেন্দ্র দাশসহ অন্তত ১০জন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে ভাটিয়ারী মির্জানগর এলাকার জেলে পাড়ার একটি সামাজিক অনুষ্ঠানে বেশ কয়েকজন যুবক মিলে মদ সেবন করে। অনুষ্ঠানশেষে বাড়ি ফেরার পর তাপস দাশ গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
অপরদিকে একই দিনে ভাটিয়ারীর মদনহাট এলাকার অপর একটি সামাজিক অনুষ্ঠানে জেলে পাড়ার লোকজন মিলিত হন। এসময় মহিলা ও পুরুষসহ বেশ কয়েকজন জেলে মদ সেবন করেন। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর অধিকাংশ অ্যালকোহল সেবনকারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অঞ্জলী দাশ ও তার ভাইয়ের শ্বশুরের মৃত্যু হয়।
মদনহাট জেলে পাড়ার সর্দার সুনীল দাশ জানান, সামাজিক অনুষ্ঠানে অ্যালকোহল সেবনে দুই জেলে পাড়ার কিছু লোক অসুস্থ হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কজেলের পুলিশ ফাঁড়ির এ.এস.আই আলাউদ্দিন বলেন, মদ সেবনের ঘটনায় জেলে পাড়ার অসুস্থ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত