
ঢাকা : রাষ্ট্রকে আগে আইন মানতে হবে, তাহলে অন্যরাও আইন মানবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বুধবার (১ মার্চ) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলএলএম ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বাসন্তি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান বিচারপতি বলেন, ‘আইন ও শাসনতন্ত্র প্রথমে রাষ্ট্রকে বজায় রাখতে হবে। মেনে চলতে হবে। এর পরে বলতে হবে আমি আইন মানবো, আপনারা আইন মানেন। আমি আইন মানবো না, আর আমি যদি বলি আপনারা মানেন তাহলে সেই রাষ্ট্র কোনো ভাবেই চলবে না।’
আইনজীবীরা যথাযথ ভূমিকা নিয়ে না এগিয়ে আসলে বিচার বিভাগের স্বাধীনতা টিকবে না এবং একদিন তা বিলীন হয়ে যাবে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা যদি এটা মেনে নেন আসামিদের জামিন, কোনো দেওয়ানী মামলায় নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকব; তাহলে কিন্তু শাসনতন্ত্র, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা কোনটাই টিকবে না। একদিন সব বিলীন হয়ে যাবে।’
আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতার জন্য আপনারা এগিয়ে আসবেন।’
আইনজীবীদের ভূমিকার সমালোচনা করে প্রধান বিচারপতি বলেন, ‘কেন প্রধান বিচারপতি শুধু বিভিন্ন জায়গায় গিয়ে বলবে এখানে আইনের শাসন হচ্ছে না। বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে না, বিচারকদের জন্য রুলস হচ্ছে না। এগুলো কেন প্রধান বিচারপতি বলবে? আজ পর্যন্ত তো কোনো আইনজীবীর মুখে কোনো মিডিয়ায় আমি শুনতে পারলাম না এটা ঠিক হচ্ছে না। আপনারা যদি বিজ্ঞ আইনজীবী হিসেবে থাকতে চান, প্রথমে আমাদের দেশের কোর্ট-কাছারি যেগুলো আছে এগুলো রক্ষা করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা যতদূর হয়েছে এটা রক্ষা করতে হবে।’
আদালতের জায়গা দখল হয়ে যায় উল্লেখ করে তিনি বলেন, ‘সেই প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখি কোর্ট বন্ধকালীন কোর্টের খালি জায়গায় রাতারাতি বিল্ডিং উঠে গেলো। প্রত্যেক জেলায় জেলায় এ অবস্থা। একটা জেলায় দুই একর কোর্টের জায়গায় বার দখল করে নিয়েছে। এই আইন পেশা যদি না থাকে এই কোর্ট যদি না থাকে তাহলে কী রকম হবে। আমি শুধু আপনাদের কাছে এটা দায়িত্ব দিয়ে গেলাম।’
সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আলী আহমেদ খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি এম আর হাসান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এস এম মুনীর প্রমুখ।