হাটের জায়গায় রাতারাতি তৈরি হলো বসতঘর

কক্সবাজারের পেকুয়ায় হাটের জায়গায় বসতঘর নির্মাণ

মোহাম্মদ উল্লাহ (চকরিয়া-কক্সবাজার) : ক্সবাজারের পেকুয়ায় বাজারের হাটের জন্য ব্যবহৃত জায়গায় রাতারাতি বসতঘর নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালী। এ ঘটনাকে কেন্দ্র করে বাজার ইজারাদারের সাথে দখলকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে নেয়। তবে উপজেলা প্রশাসন বলছে ওইসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হবে।

বৃহস্পতিবার (২০ডিসেম্বর) দিবাগত রাতে রাজাখালী ইউনিয়নের আমিন বাজারে এ ঘটনা ঘটে। পরে বাজারের ইজারাদার মোঃ আমিন বাদি হয়ে পেকুয়া উপজেলা নির্বাহী কর্র্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা বলেন, গত বুধবার দিবাগত রাত একটার দিকে রাজাখালী ইউনিয়নের উত্তর সুন্দরী পাড়ার ছৈয়দ নূর শতাধিক স্বশস্ত্র লোকজন নিয়ে আমিন বাজারের কাঁচা বাজার অংশ দখল করে বসতঘর নির্মাণ করে। এসময় ব্যবসায়ী ও ইজারাদার পক্ষ বাধা দিলে তাঁদের ধাওয়া দেন দখলকারীরা। পরে রাত তিনটার দিকে পুলিশ গেলে দখলদারেরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, চার দশক আগে প্রতিষ্ঠিত এ বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতি বছর ইজারা দিয়ে সরকারী রাজস্ব আদায় করে থাকেন। বর্তমানে এ বাজারের ইজারাদার রাজাখালী ইউনিয়নের সুন্দরী পাড়া এলাকার মৃত মেহের আলীর ছেলে মোঃ আমিন।

বাজারের খুঁচরা ব্যবসায়ীর জন্য নির্ধারিত ২০শতক জায়গায় বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা তরকারী, মাছসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করেন।

লিখিত অভিযোগে সূত্রে জানা গেছে, জনসাধারণের ব্যবহৃত এ জায়গাসহ পানি উন্নয়ন বোর্ড হতে ইজারা নেওয়া মৃত হাজি মেহের আলী গংয়ের ১৭ শতক ও ১৪ শতক খতিয়ানভ‚ক্ত জমিও দখল করে নেয় সন্ত্রাসীরা। তাৎক্ষনিকভাবে থানার ওসি জাকির হোসেন ভূইয়া বিষয়টি অবগত করলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠালে সন্ত্রাসীরা আরো বেশি বোপরোয়া হয়ে সরকারী ও ব্যক্তি মালিকনাধীন এসব জমিতে অবৈধ স্থাপনা তৈরি করে।

আমিন বাজারের ইজারাদার মো. আমিন বলেন, ৪০ বছর আগে আমিন বাজারটি প্রতিষ্ঠিত হয়। তখন থেকে সরকার বাজারটি ইজারা দিয়ে আসছে। বাজারের যে অংশটি দখল করা হয়েছে, সেটি সরকারি খাস জমি।

বাজারের জায়গা হিসেবে গত ৪০ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। ওই জায়গাটিতে কোনো স্থাপনা না থাকায় সহজে দখল করে নিয়েছে প্রভাবশালী ছৈয়দ নূর।

জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ‘বিষয়টি নজরে আসার পর এসিল্যাণ্ড সরেজমিনে যাচাই করে অবৈধ স্থাপনা ভেঙে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন