হাত পাখায় ভোট চেয়ে এলাকা চষে বেড়াচ্ছেন ড. জসিম নদভী

হাত পাখায় ভোট চেয়ে এলাকা চষে বেড়াচ্ছেন ড. জসিম নদভী
হাত পাখায় ভোট চেয়ে এলাকা চষে বেড়াচ্ছেন ড. জসিম নদভী

কক্সবাজার : ড. জসিম উদ্দিন নদভী। কক্সবাজার-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী। এই আসনের মহেশখালী-কুতুবদিয়ার প্রত্যন্ত এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। ভোটাররাও তাঁকে সাদরে গ্রহণ করছেন। শুনছেন তাঁর নির্বাচনী কথামালা। ইতিমধ্যে ছেলের প্রচারণায় বাবাও নেমেছেন মাঠে। ছেলের হয়ে বাবা আলহাজ্ব ইসমাইল নির্বাচনী গণসংযোগ কার্যক্রমে অংশগ্রহণ করে দোআ দেন এবং ড. জসীম উদ্দীন নদভীর পক্ষে ভোট চান।

হাত পাখা প্রার্থী ড. জসিম উদ্দিন নদভী আনুষ্ঠানিক প্রচারণার পর থেকে বিভিন্ন বাসা-বাড়ি এবং অলি-গলিতে ছুটে চলছেন। ভোটারদের সঙ্গে মিলিয়েছেন হাত। টেনে নিয়েছেন বুকে। করেছেন কোলাকুলি। হাত পাখা প্রতীকে ভোট চেয়েছেন। চাইলেন দোয়া এবং সহযোগিতাও। আশ্বস্ত করেছেন ভোটাররাও। আসনটির মানুষের ভাগ্য উন্নয়ন ও এলাকার সার্বিক অগ্রগতিতে ড. জসিম উদ্দিন নদভী একটিবার সংসদ সদস্য হয়ে বদতে দিতে চান মহেশখালী-কুতুবদিয়ার চিত্র।