
চট্টগ্রাম : নগর মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্র থেকে অনুমোদন পাওয়ার পর বুধবার (১ মার্চ) চট্টগ্রাম প্রেসক্লাবে নগর মহিলা লীগের সভাপতি বেগম হাসিনা মহিউদ্দিন সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করেন।
সাবেক সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী এবং হাসিনা জাফর ছাড়া হাসিনা মহিউদ্দিনের সরাসরি বিরোধী হিসেবে পরিচিত তেমন কারও ঠাঁই হয়নি পূর্ণাঙ্গ কমিটিতে।
এই অবস্থায় বিদ্রোহী নেত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন পাল্টা কমিটির সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরী।
রেখা আলম চৌধুরী বলেন, আমরা কাদের (ওবায়দুল কাদের) ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন। আর নগর আওয়ামী লীগের সভাপতি (এবিএম মহিউদ্দিন চৌধুরী) যেহেতু ওইপক্ষকে (মূল কমিটি) সমর্থন দিয়েছেন আমরা সাধারণ সম্পাদকের (মেয়র আ জ ম নাছির উদ্দিন) সমর্থন চাইব।
গত ১৪ ফেব্রুয়ারি নগর মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। দুই দশক পর অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতি নির্বাচিত হন হাসিনা মহিউদ্দিন। সাধারণ সম্পাদক হন আনজুমান আরা চৌধুরী আনজি।
পরদিন হাসিনা মহিউদ্দিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে পাল্টা কমিটি ঘোষণা করেন বিদ্রোহীরা। পাল্টা কমিটিতে নমিতা আইচকে সভাপতি এবং সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
অনুমোদন পাওয়া নগর মহিলা লীগের কমিটিতে উপদেষ্টা হিসেবে স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.শিরিন আক্তার ও নারীনেত্রী জেসমিন সুলতানা পারু।
উপদেষ্টা হিসেবে আরও আছেন নুর জাহান বারী, ফেরদৌসী নাজিম, সাংসদ সাবিহা মুছা ও হাসিনা জাফর।
ঘোষিত কমিটিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে নিলু নাগ যুগ্ম সম্পাদক, জেসমিন পারভিন জেসি কৃষি ও সমবায় সম্পাদক এবং আবিদা আজাদ কার্যকরী সদস্য হিসেবে আছেন।
নগর আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর স্ত্রী শামসুন্নাহার দানু আছেন কার্যকরী সদস্য পদে।