

ফটিকছড়ি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐক্যফন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী কর্ণেল (অবঃ) আজিম উল্লাহ বাহারের সমর্থনে লেলাং ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় ইসলামিয়া বাজারে অনুষ্ঠিত সভায় প্রবীণ বিএনপি নেতা মাহাবুবুল আলমের সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন কর্ণেল বাহারের ছোট ভাই সাবেক চেয়ারম্যান ছালামত উল্লাহ, লেলাং ইউপির সাবেক প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন, বিএনপি নেতা জহির আজম খাঁন, এজহার মেম্বার, নুরুল হুদা, রফিক মেম্বার, আনোয়ার পাশা হানিফ, মাস্টার তহিদুল আলম, মনচুর, নুর মোহাম্মদ, শফি মেম্বার, হাসান মুন্সি, মুন্না, ডাঃ হামিদ, জেলা যুবদল নেতা নাজিম, এমরান, তারেক, ছাত্রদল নেতা তারেক গণি, ইমন, রাসেল, সজীব সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
বিএনপি নেতা ডাঃ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জনগণ ধানের শীষের সাথে শামিল হয়েছে। কারণ তাদের স্বপ্ন পূরণে ধানের শীষের বিকল্প নেই। সবাই ধানের শীষের সাথে থাকুন, দেশের শান্তি, উন্নয়ন ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুন। সকল হুমকি-ধামকি, ভয়-ভীতি পেছনে ফেলে ৩০ ডিসেম্বর বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে জনগণের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন তারা।
সভাশেষে সর্বসম্মতিক্রমে সরোয়ার হোসেনকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট লেলাং নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।