নৌকার জয় হলে শ্রমিকদের সুযোগ সুবিধা আরো বাড়বে: মেয়র

বক্তব্য রাখছেন আ’লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন

শেখ হাসিনা সরকারের আমলে চট্টগ্রাম বন্দর এক দিনের জন্যও বন্ধ করা হয়নি। এ সরকার শ্রমিকবান্ধব। আগামী একাদশ জাতীয় নির্বাচনে নৌকা বিজয়ী হলে বন্দর শ্রমিকদের ভাগ্য উন্নয়নের জন্য আরও সুযোগ-সুবিধা বাড়াবেন।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালের দিকে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে নিমতলা বিশ্বরোডের মাথায় চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগের সভায় এসব কথা বলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নগর আ’লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন।

তিনি বলেন, কর্ণফুলীর তলদেশে টানেল হলে আনোয়ারাসহ চট্টগ্রামে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পাবে। তখন দেশের মানুষকে আর বেকার থাকতে হবে না।

চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও আনোয়ারাকে শিল্পাঞ্চল করার সরকারি উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এখানে জ্বালানির পাশাপাশি ভূমি ও শ্রমিক সহজলভ্য হওয়ায় দ্রুত শিল্প নগরীতে রূপান্তরিত হবে দেশের বৃহত্তম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মীর নওশাদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, নগর আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ ইসহাক, কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, শৈবাল দাশ সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ইসকান্দর মিয়া, নুরুন নবী ও মোহাম্মদ আয়ুব বক্তব্য দেন।

এদিকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)।

দুপুরে সিটি করপোরেশনের বঙ্গবন্ধু চত্বরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এরপর মেয়রের নেতৃত্বে সিবিএ নেতারাসহ বান্ডেল সেবক কলোনিতে গণসংযোগ ও সমাবেশ করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

শেয়ার করুন