
চট্টগ্রাম : বন্দর নগরী চট্টগ্রামের পাঁচলাইশের প্রবর্তক মোড়ের এসএফএ টাওয়ারে ইসলামী ব্যাংকের ৩৪২তম শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব উল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ইসলামী ব্যাংক গণমানুষের ব্যাংক। এ ব্যাংক সরকারের ঘোষিত ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করছে।”
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ আমিরুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সালেহ ইকবাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নায়ের আযম এবং এম যোবায়ের আযম হেলালী বক্তব্য রাখেন।