
চট্টগ্রাম: মহানগরের খুলশী থানার টাইগারপাস এলাকা থেকে অভিযান চালিয়ে ১৮টি পেট্রোল বোমাসহ বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। বুধবার (২৬ ডিসেম্বর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জাবেদ ও রুহুল আমীন
আটক বিএনপি কর্মী জাবেদ খুলশী থানা বিএনপি কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও রুহুল আমিন সাধারণ সম্পাদক বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর খুলশী থানা এলাকা থেকে ১৮টি পেট্রোল বোমাসহ তাদেরকে আটক করা হয়েছে।