বুলুসহ ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

ঢাকা : রাজধানীর পল্টন থানায় করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন।

বিচারক সেই সঙ্গে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ৩৫ আসামির বিরুদ্ধে আগামী ৫ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন।

পলাতক আসামিরা হলেন- বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান, মারুফ কামাল খান, আজিজুল বারি হেলাল, মীর শরাফত আলী শপু, শামসুর রহমান ওরফে শিমুল বিশ্বাসসহ ৩৪ জন।

এছাড়া মামলায় শুনানিতে বিএনপি নেতা আমানুল্লাহ আমান, এমকে আনোয়ার, রিজভী আহমেদ ও শওকত মাহমুদসহ ১৩ জন আদালতে হাজির ছিলেন। তারা এ মামলায় জামিনে আছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালীন পুরানা পল্টন এলাকায় রোকেয়া ম্যানশনের সামনে একটি ট্যাক্সি ক্যাবে আগুন ধরিয় দেয় বিএনপি ২০ দলীয় জোটের নেতাকর্মীরা। এ ঘটনায় পল্টন থানা পুলিশ বাদী হয়ে ৪৭ জনসহ অজ্ঞাতনামা আরও অনেকের বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ৪৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

শেয়ার করুন