চট্টগ্রাম : দেশজুড়ে ভোট-উৎসব আজ। এবারের সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের অংশ গ্রহণে আজ ভোট-উৎসব। দেশের ২৯৯ আসনে সাংসদ নির্বাচন করবেন ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ ভোটার। ইতিমধ্যে নিরাপত্তা চাদরে সারাদেশ ঢেকে দিয়েছে প্রশাসন। ভোট-উৎসবের আমেজ বইছে আকাশজুড়ে। আর মাঠে মাঠে কর্মী সমর্থকদের ছুটোছুটি বাড়তি মাত্রা যোগ করেছে এবারের ভোটে।
রাজনৈতিক বিশ্লেসকগণ বলছেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিক দিক থেকে নির্বাচনে এবারের আয়োজন অনেকাংশেই সফল ও সুষ্ঠু। তবে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের পুলিশ গ্রেফতারে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে_এমন বক্তব্য উড়িয়ে দেওয়া যাবে না। রয়েছে গায়েবি মামলায় হয়রানির অভিযোগও। ভোট উৎসব যেন আতঙ্কে মিলিয়ে না যায়_এমন প্রত্যাশাও দেশের আপারম মানুষের।
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে লড়ছেন ১০৬ প্রার্থী। মোট ভোটার ৫৬ লাখ ৩৬ হাজার ৪৩৩জন। এর মধ্যে পুরুষ ২৯ লাখ ১১ হাজার ২৩৪ জন এবং নারী ভোটার ২৭ লাখ ২৫ হাজার ১৯৯ জন। এছাড়া কক্সবাজার জেলায় ৪টি সংসদীয় আসনে লড়ছেন ২৮ প্রার্থী। মোট ভোটার ১৩ লাখ ৩৩ হাজার ৭৮০জন। এরমধ্যে পুরুষ ৭ লাখ ৮ হাজার ৭৪১জন এবং নারী ভোটার ৬ লাখ ৫৬ হাজার ৩৯ জন।
পার্বত্য চট্টগ্রামের তিনটি সংসদীয় আসনে ১৫ প্রার্থী লড়ছেন ভোটের মাঠে। এরমধ্যে রাঙ্গামাটিত ৬জন, বান্দরবানে ৪ এবং খাগড়াছড়িতে ৫ প্রার্থীর লড়াই হবে ঊনিশ-বিশ।
চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন রিটার্নিং কর্মকর্তা, চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ ভোটগ্রহণের জন্য ৩৭ হাজার ৪৪০ জন ভোটগ্রহণ কর্মকর্তা কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপারসহ সব নির্বাচনী সামগ্রী নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অবস্থান নিয়েছেন। তারা মোট এক হাজার ৮৯৯টি ভোটকেন্দ্র ও ১০ হাজার ৬৮৩টি বুথে (ভোট কক্ষ) ভোটগ্রহণে দায়িত্ব পালন করবেন।
চট্টগ্রামের মেট্রােপলিটন পুলিশ কমিশনার মাহবুবর রহমান বলেছেন ৫৯৭টি কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৬ হাজার সদস্য। প্রতিকেন্দ্রে কমপক্ষে ৫ জন অস্ত্রধারী পুলিশ দায়িত্ব পালন করবে।
ইসি সূত্রে জানা যায়, সারাদেশে এবার মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন; যা ৩১ জানুয়ারি হালনাগাদকৃত ভোটার থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। এর মধ্যে প্রায় ৫০ হাজার নাগরিক নতুন করে ভোটার হয়েছেন। এসব ভোটারদের মধ্যে ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ জন পুরুষ। নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল ও জোট মিলিয়ে ২৭২ জনকে নৌকা প্রতীক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এসব প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের নেতা আছেন ২৫৮ জন। বাকিরা আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক দলগুলোর। তাদের বাইরে জোট শরিক জেপির দুজন নিজস্ব প্রতীকে (বাইসাইকেলে) ভোট করবেন।
আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে যাওয়া জাতীয় পার্টি ২৬টি আসনে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। এ ছাড়া আলাদাভাবে লাঙ্গল প্রতীকেও নির্বাচন করছেন দলের অনেক প্রার্থী।
আওয়ামী লীগের ২৫৮ জনের পাশাপাশি ওয়ার্কার্স পার্টির পাঁচ, জাসদের তিন, তরিকত ফেডারেশনের দুই, বাংলাদেশ জাসদের এক ও বিকল্পধারার তিনজন নৌকা প্রতীকে ভোট করছেন।
অপরদিকে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের জন্য ৫৯টি আসনে ছাড় দিয়েছে বিএনপি। এর মধ্যে জাতীয় ঐক্যফ্রন্টের শরিকরা পেয়েছে ১৯টি আসন। ২০ দলীয় জোটের শরিকরা পেয়েছে ৪০টি আসন।
জাতীয় ঐক্যফ্রন্টের শরিকদের মধ্যে গণফোরাম পেয়েছে সাতটি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি চারটি, নাগরিক ঐক্য চারটি ও কৃষক শ্রমিক জনতা লীগ পেয়েছে চারটি আসন।
অন্যদিকে, ২০ দলীয় জোটের শরিকদের মধ্যে জামায়াত ২২টি, এলডিপি ৫টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নিবন্ধিত অংশ ৩টি ও অনিবন্ধিত অংশ ১টি, খেলাফত মজলিসের ২টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি ১টি, এনপিপি ১টি, পিপিবি ১টি, জাতীয় পার্টি (কাজী জাফর) ২টি এবং লেবার পার্টি ১টি আসন পেয়েছে। এই তালিকার বাইরে দুটি আসনে বিএনপির সঙ্গে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা করার নীতিগত সিদ্ধান্ত জানিয়েছে জামায়াত।
এদিকে চট্টগ্রাম মহানগর ও জেলার অর্ধেকের বেশি কেন্দ্রই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। ৩২ থানার এক হাজার ৮৯৭ কেন্দ্রের মধ্যে ১১শ’র বেশি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আনা হয়েছে। এ ছাড়া নগরীর ১৬ থানার অধীন ৫৯৫ কেন্দ্রের মধ্যে অর্ধেক কেন্দ্রই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এই সংখ্যা ২৯৬। এসব কেন্দ্রের নিরাপত্তার জন্য সাধারণ কেন্দ্রের চেয়ে দ্বিগুণ পুলিশ মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামের ১৫টি আসনে সেনাবাহিনী ও বিজিবি এবং একটি আসন দ্বীপ উপজেলা সন্দ্বীপে নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ভোট গ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও পরে আইন ও শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার লক্ষে ২ জানুয়ারি পর্যন্ত স্ব স্ব দায়িত্বপাপ্ত এলাকায় সশস্ত্র বাহিনী নির্বাচন কমিশন অথবা অসামরিক প্রশাসনকে সহায়তা করবে। মোতায়েন করা হয়েছে ১৪৫ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)।
নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ ও মানব বিপর্যয়ের যে কোনও ঘটনা তাৎক্ষণিক মোকাবেলায় চট্টগ্রামের ১৬টি আসনের ৪৯টি গুরুত্বপূর্ণ স্পটে অবস্থান নিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। নির্বাচনের মাঠে এবারই প্রথম সরাসরি অংশ নিচ্ছে ফায়ার সার্ভিসের প্রায় ৮০০ সদস্য।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত