চট্টগ্রামে চলছে ধীর গতির ‘সুষ্ঠু’ ভোট

খাগড়াছড়ির একটি কেন্দ্রে ভোটারের দীর্ঘ লাইন। ছবি: শংকর চৌধুরী

চট্টগ্রাম : সারাদেশের মতো চট্টগ্রামেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

সকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া খাগড়াছড়ি বেশ কয়েকটি কেন্দ্রেও সুষ্ঠু ভোট গ্রহণের খবর পাওয়া গেছে।

শেরশাহ এলাকার ডাঃ মাজহারুল হক উচ্চ বিদ্যালয়, ডেবার পাড়ে বিএসআরএম বোরহানিয়া উচ্চ বিদ্যালয়, সীতাকুণ্ড এলাকার সলিমুপরের এসএম পাইলট স্কুল নগরীর প্রবর্ত্তক স্কুল, কমার্স কলেজ, টিএন্ডটি কলোনী উচ্চ বিদ্যালয়, মেহরাব আফজান উচ্চবিদ্যালয়, রেলওয়ে পলোগ্রাউন্ড উচ্চ বিদ্যালয়, বাওয়া স্কুলসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তবে খুবই ধীর গতিতে চলছে ভোট গ্রহণ।

কেন্দ্রগুলোর বাহিরে বহু সাধারণ মানুষ ভোটার স্লিপ না পাওয়ায় ভোট না দিয়ে ফিরে যেতে দেখা গেছে। আবার কোথাও কোথাও দলবাধা যুবক ভোট কেন্দ্রের দিকে যেতে বাধা দিচ্ছে। এমন অভিযোগ করেছেন, ডেবার পাড় বিএসআরএম বোরহানিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল কেন্দ্র ভোট দিতে আসার বেশ কয়েকজন ভোটার। তারা কেউ গণমাধ্যমে তাদের নাম প্রকাশ করতে চাননি।

এছাড়া বাকলিয়া সরকারী উচ্চ বিদ্যালয়, বাকলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, গুলজার বেগম সিটি কর্পোরেশন স্কুল, কাজেম আলী স্কুল এন্ড কলেজ,বিএড কলেজ, বাকলিয়া সরকারী কলেজ এ কয়টি কেন্দ্র ঘুরে মহিলাদের উপস্থিতি খুব একটা দেখা না গেলেও পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল।

জেলা নির্বাচন অফিসের তালিকা অনুযায়ী, চট্টগ্রামে মোট ভোটার সংখ্যা ৫৬ লাখ ৩৭ হাজার ৪৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৯ লাখ ১২ হাজার ৭৫ এবং নারী ভোটার ২৭ লাখ ২৫ হাজার ৩৯০ জন। নগরে ৫৯৭টি ভোট কেন্দ্রে ১৯ লক্ষ ২০ হাজার ভোটার রয়েছে।

এর আগে সকাল ৮টা থেকে সারা দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট ৩৯টি রাজনৈতিক দল অংশ নিলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। বৃহত্তর এই দুই দলের নেতৃত্বে মহাজোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নামে দুটি রাজনৈতিক জোটের ব্যানারে এক ডজনেরও বেশি দল নির্বাচনি মাঠে রয়েছে।

শেয়ার করুন