এম লুৎফর রহমান (নরসিংদী) : নরসিংদীর শিবপুরে মোঃ মিলন মিয়া (৪৫) নামে নৌকা প্রতীকের এক এজেন্ট খুন হয়েছে।
রবিবার দুপুর ১২ টায় শিবপুর উপজেলার কুন্দারপাড়ায়। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায় দুপুর ১২ টার দিকে কুন্দারপাড়া কেন্দ্রের অদূরে নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে হট্টগুলের সৃষ্টি হয়। খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনা স্থলে পৌছে সেখান থেকে মিলন মিয়া (৪৫) নামে নৌকা প্রতীকের এক এজেন্টের গলাকাটা মরদেহ উদ্ধার করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনা স্থলে যায় এবং গলাকাটা মরদেহ দেখতে পাওয়া যায় এবং সে নৌকা প্রতীকের এজেন্ট বলে স্থানীয়রা জানিয়েছে। তদন্তের পর আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত