[caption id="attachment_35656" align="aligncenter" width="684"]
মাশরাফি বিন মর্তুজা। ছবি: ফাইল ফটো[/caption]
নড়াইল: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (নড়াইল-২) আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
রোববার (৩০ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ বিয়য়টি জানান।
চট্টগ্রামের ২৩ আসনেই মহাজোটের জয়জয়কার
কাজী মাহবুবুর রশিদ জানান, নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এনপিপির একাংশের চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৮৪৪জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৬০ হাজার ৭৬ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত