
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১২টি আসনের ফল পাওয়া গেছে। এসব আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের নৌকা প্রতীকের প্রার্থীরা।
তাদের মধ্যে নাটোর-৩ (সিংড়া) আসনে মহাজোটের প্রার্থী জুনাইদ আহমেদ পলক ফের বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকে জুনাইদ আহমেদ পলক পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ২৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে দাউদ রহমান পেয়েছেন ৮ হাজার ৫৯৪ ভোট।
২ লাখ ২১ হাজার ৭০৩ ভোটে জয়ী হয়েছেন জুনাইদ আহমেদ পলক। তিনি টানা তৃতীয়বারের মতো জাতীয় সংসদের নির্বাচনে বিজয়ী হলেন।
বেসরকারিভাবে তিনি নির্বাচিত হওয়ার খবর নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।