চট্টগ্রামের ২৩ আসনেই মহাজোটের জয়জয়কার

চট্টগ্রামের ১৬ আসনে বেসরকারিভাবে নির্বাচিত মহাজোট প্রার্থী

চট্টগ্রাম : বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দৃশ্যত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে বিরোধীদলগুলোর অভিযোগ ছিল_ভোটের আগের রাতেই মূলত ভোট গ্রহণ সম্পন্ন করেছে ক্ষমতাসীন দল। ভোট-উৎসবে ভোটারের দীর্ঘ লাইন ছিল_দেশের সাধারণ মানুষের সাথে তামাশা। কেন্দ্রে কেন্দ্রে ভোটারকে বাধা, পুলিং এজেন্ট বের করে দেয়া কিংবা পুলিশী ধরপাকর_এমন দীর্ঘ অভিযোগের মধ্যেই জেলার ১৬ আসনে জয়লাভ করেছে মহাজোট। ১৩ আসনে নৌকা এবং বাকি তিনটিতে শরীকরা জয়লাভ করে। এরমধ্যে জাতীয় পার্টির লাঙ্গল, তরিকত ফেডারেশন এবং জাসদ একটি করে আসনে জয়লাভ করে। এছাড়াও কক্সবাজার জেলায় ৪টি এবং তিন পার্বত্য জেলায় ৩টিসহ মোট ২৩টি সংসদীয় আসনেই জয়লাভ করে মহাজোট। আর সারাদেশে মহাজোটের নিরঙ্কুশ বিজয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগ। অবশ্য এর আগে আরো দুইবার ক্ষমতার স্বাদ গ্রহণ জাতির জনক বঙ্গবন্ধুর প্রাণের সংগঠন আওয়ামী লীগ।

বিজয়ীদের মধ্যে চট্টগ্রাম-১ (মিরসরাই) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (নৌকা) দুই লাখ ৬৬ হাজার ৬৬৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নুরুল আমিন (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (নৌকা) দুই লাখ ৩৮ হাজার ৪৩০ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন কর্নেল মো. আজিম উল্লাহ বাহার (ধানের শীষ) পেয়েছেন ৪৯ হাজার ৭৫৩ ভোট।

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আওয়ামী লীগের প্রার্থী মাহফুজুর রহমান মিতা (নৌকা প্রতীক) এক লাখ ৬২ হাজার ৩৫৬ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোস্তাফা কামাল পাশা (ধানের শীষ) পেয়েছেন তিন হাজার ১২২ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিদারুল আলম (নৌকা) দুই লাখ ৬৬ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. আসলাম চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ৩০ হাজার ১৪ ভোট।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে দুই লাখ ৭৭ হাজার ৯০৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (লাঙ্গল প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় ঐক্যজোট প্রার্থী বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহীম (ধানের শীষ) পেয়েছেন ৪৪ হাজার ৩৮১ ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান) সংসদীয় আসনে দুই লাখ ৩০ হাজার ৪৭১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী (নৌকা প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জসীম উদ্দিন সিকদার (ধানের শীষ) পেয়েছেন দুই হাজার ২৪৪ ভোট।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালী আংশিক) আসনে দুই লাখ ১৭ হাজার ১৫৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ হাছান মাহমুদ (নৌকা প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় ঐক্যজোটের প্রার্থী এলডিপির মো. নুরুল আলম (ধানের শীষ) পেয়েছেন ৬ হাজার ৬৫ ভোট।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) সংসদীয় আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল বাংলাদেশ জাসদের মইনউদ্দীন খান বাদল (নৌকা প্রতীক) দুই লাখ ৭২ হাজার ৮৩৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান (ধানের শীষ) পেয়েছেন ৫৯ হাজার ১৩৫ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে দুই লাখ ২৩ হাজার ৬১৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (নৌকা প্রতীক)। তাঁর নিতকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেন (ধানের শীষ) পেয়েছেন ১৭ হাজার ৬৪২ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, খুলশী, হালিশহর) আসনে দুই লাখ ৮৭ হাজার ৪৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মো. আফছারুল আমীন (নৌকা প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল নোমান (ধানের শীষ) পেয়েছেন ৪১ হাজার ৩৯০ ভোট।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে দুই লাখ ৮৩ হাজার ১৬৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এম আবদুল লতিফ (নৌকা প্রতীক)। তাঁর নিতকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ৫২ হাজার ৮৯৮ ভোট।

চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে এক লাখ ৮৩ হাজার ১৭৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সামশুল হক চৌধুরী (নৌকা প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. এনামুল হক (ধানের শীষ) পেয়েছেন ৪৪ হাজার ৫৯৮ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে সবকটিতে দুই লাখ ৪৩ হাজার ৪১৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ (নৌকা প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ফ্রন্টের মাওলানা এম এ মতিন (মোমবাতি) পেয়েছেন তিন হাজার ৭৯৮ ভোট।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে এক লাখ ৮৯ হাজার ১৮৬ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী (নৌকা প্রতীক)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোটের শরিক এলডিপির চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম (ছাতা) পেয়েছেন ২২ হাজার ২২৫ ভোট।

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে দুই লাখ ৫৯ হাজার ৩৭৫ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় ঐক্যজোটের আ ন ম শামসুল ইসলাম (ধানের শীষ) পেয়েছেন ৫৩ হাজার ৯৮৬ ভোট।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে এক লাখ ৭৫ হাজার ৩৪১ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ২৬ হাজার ৩৭০ ভোট।

শেয়ার করুন