খাগড়াছড়িতে ভোট না দেয়ায় বাড়িতে আগুন

.

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে ইউপিডিএফ সমর্থীত প্রার্থী নতুন কুমার চাকমাকে সিংহ মার্কায় ভোট না দেয়ায় এক বাঙ্গালীর বাড়ি পুড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ২৯ ডিসেম্বর রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের থলিপাড়াস্থ কুমারছড়া এলাকায় ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হারেছ মিয়ার মেয়ে মালেকা আক্তারের বাড়িতে সিংহ মার্কার ইউপিডিএফ সমর্থীত লোকজন অবস্থান নিয়ে বাড়ির হাস-মুরগী নিয়ে যায় এবং সিংহ মার্কায় ভোট না দিলে বাড়িঘর পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসে।

ক্ষতিগ্রস্থ মালেকা আক্তার জানান, মঙ্গলবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার সময় সন্ত্রাসীরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুনের শব্দে ঘুমন্ত স্বামী ও সন্তানেরা নিজেদের সুরক্ষিত করতে পারলেও ঘরটি হাস-মুরগিসহ সমস্ত মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। এসময় তিনি নিজেও আহত হন। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলেও তিনি জানান।

নাকাপা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মহিউদ্দিন জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।