[caption id="attachment_35929" align="aligncenter" width="684"]
যুবলীগ নেতা দাউদ সম্রাট[/caption]
চট্টগ্রাম: সীতাকুণ্ডে যুবলীগ নেতা দাউদ সম্রাট খুনের ঘটনায় মামলা হয়েছে। গত বুধবার (২ জানুয়ারি) রাত সাড়ে দশটায় নিহত সম্রাটের মা জেবুন্নেছা বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং ০১/১৯ তাং ০২-০১-২০১৯ ধারা ৩০২/৩৪।
উল্লেখ্য, সীতাকুণ্ডে আভ্যন্তরীণ কোন্দলের জেরে সন্ত্রাসী হামলায় দাউদ সম্রাট গত সোমবার বিকাল সাড়ে চারটায় উপজেলার পৌরসদরস্থ রেল গেট এলাকায় খুন হন। নিহত সম্রাট পৌরসদর ভুইয়া পাড়া এলাকার মৃত আবুল হোসেনের পুত্র।
একই হামলায় মো.সাজ্জাত হোসেন (২৬) ও অমল নাথ (২৮) নামের দুই যুবলীগ কর্মী আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.দেলওয়ার হোসেন জানান, সন্ত্রাসী হামলায় নিহতের পরিবারের পক্ষ থেকে সম্রাটের মা জেবুন্নেছা বাদি হয়ে অজ্ঞাতসহ ১৫/১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে, আমরা আসামী আটকে তৎপরতা চালাচ্ছি।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত