দুদকের মামলায় রাজউকের প্রাক্তন প্রধান প্রকৌশলী কারাগারে

ঢাকা : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় আজ ২ মার্চ (বৃহস্পতিবার) সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রাক্তন প্রধান প্রকৌশলী এমদাদুলকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকা মহানগর হাকিম আমিরুল হায়দার চৌধুরী তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ সাইদুজ্জামান তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন। এসময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান এমদাদুল ইসলামের জামিন আবেদন কারেন।

দুদক সূত্র জানায়, ১ কোটি ১৮ লাখ টাকার সম্পদের তথ্য গোপন এবং ৮৭ লাখ টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ ফেব্রুয়ারি এমদাদুলের বিরুদ্ধে মামলা করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক সাইদুজ্জামান রাজধানীর রমনা থানায় মামলা করেন।

শেয়ার করুন