[caption id="attachment_35954" align="aligncenter" width="691"]
সোতোকান কারাতে স্কুলের ফিশারীঘাট শাখা উদ্বোধন[/caption]
চট্টগ্রাম : নগরীর পাহাড়তলী হাজীক্যাম্পস্থ সোতোকান কারাতে স্কুলের ফিশারীঘাটে আরো একটি শাখা উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ জানুয়ারী) নেভাল-২ ফিশারীঘাট প্রাঙ্গণে ওই নতুন শাখার উদ্বোধন করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাতীয় কারাতে প্রশিক্ষক ও বিচারক এম এ হান্নান কাজল।
এ সময় উপস্থিত ছিলেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবলীগের হাজী মঞ্জু, শাখার প্রশিক্ষক শিবু শীল, মো. আমিনুল হক, সাজ্জাদুর রহমান, মনির আহমদ, জাকির হোসেন, মো. সেলিম, মহিলা প্রশিক্ষক পুনম প্রমুখ। উদ্বোধনশেষে কারাতের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, উক্ত শাখায় সপ্তাহে ২ দিন সকাল বিকাল কারাতে প্রশিক্ষণ প্রদান করা হবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত