ছয় বছর পর মাঠে ফিরলেন আশরাফুল

মোহাম্মদ আশরাফুল। ফাইল ছবি

টানা ছয় বছর পর আজ শনিবার চিটাগং ভাইকিংসের হয়ে বিপিএলে মাঠে ফিরলেন মোহাম্মদ আশরাফুল। এর আগে ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি সর্বশেষ বিপিএলের কোনো ম্যাচে খেলেছিলেন তিনি। ওই সময় তিনি ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে টেনে নিয়ে বিপিএলের ফাইনালে তুলেছিলেন। প্রতিপক্ষ ছিল চিটাগং কিংস। ব্যাটে-বলে ভালোই মিলছিল তার।

মাশরাফির নেতৃত্বে সেই ম্যাচে ১৬ বলে খেলেছিলেন ২৪ রানের ইনিংস। চিটাগাং কিংসকে হারিয়ে হয়েছিলেন বিপিএল চ্যাম্পিয়ন। কিন্তু হঠাৎই বিপিএলে ফিক্সিংয়ে জড়িয়ে আট বছর নিষিদ্ধ হন আশরাফুল।

আরো পড়ুন : সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় সেই আওয়ামী লীগ নেতা বহিষ্কার

আপিলের পর সেই সাজা কমে দাঁড়ায় পাঁচ বছর। ২০১৬ সালে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও বন্ধ ছিল জাতীয় দল ও বিপিএলের মতো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টের দরজা। অবশেষে গত বছরের ১৩ আগস্ট সেই দরজাও খুলেছে। এবার সেই চিটাগংয়ের ফ্রাঞ্চাইজির হয়েই (চিটাগং ভাইকিংস) মাঠে ফিরলেন আশরাফুল।

শেয়ার করুন