ঐক্যফ্রন্টের কেউই শপথ নেবেন না: মন্টু

ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের কোনো সদস্যই সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না বলে জানিয়েছেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

রোববার (৬ জানুয়ারি) দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তারা।

আরো পড়ুন : উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

বৈঠকে সভাপতিত্ব করেন ড. কামাল হোসেন। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলামগীর, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া গণফোরামের দুইজন সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে ইঙ্গিত দেন দলটির সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। শনিবার রাজধানীর তোপখানা রোডের শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত দেন তিনি।

‘উদীয়মান সূর্য’ প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করা গণফোরামের দুইজন এমপি হিসেবে শপথ নেবেন কি-না জানতে চাইলে ড. কামাল বলেন, ‘আমরা ইতিবাচক মনোভাব পোষণ করছি। ‘যে দুজন নির্বাচনে বিজয়ী হয়েছেন, তারা তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন। তাদের বিষয়ে আমরা ইতিবাচকভাবে সিদ্ধান্ত নেব।’

শেয়ার করুন