কক্সবাজার : জেলার টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক পাচারকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ র্যাব সদস্য। পরে ঘটনাস্থল থেকে ইয়াবা, বিদেশি পিস্তল, ওয়ানশুটার গান ও বুলেট উদ্ধার করা হয়েছে। মাদক পাচার কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
আরো পড়ুন : নোয়াখালীর সেই গৃহবধূকে জমি দিচ্ছে সরকার
জানা গেছে, সোমবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ১৪ নম্বর ব্রিজ এলাকায় টেকনাফ থেকে শহরগামী একটি কাভার্ডভ্যানকে থামার সঙ্কেত দেয় র্যাব। তখন গাড়ি থেকে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে মাদক কারবারীরা। র্যাব সদস্যরাও আত্মরক্ষায় গুলিবর্ষণ করে। এতে র্যাবের টেকনাফ ক্যাম্পের কর্পোরাল নুরুল ইসলাম, এএসআই মোহাম্মদ কাশেম, মোহাম্মদ রাশেদ আহত হয়েছে। এক পর্যায়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি মৃতদেহ, ৪০ হাজার ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতদেহ দুটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত