স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা খাগড়াছড়িতে

বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার চেতনা মঞ্চে পুস্পার্ঘ্য অর্পন ও বর্ণাঢ্য শোভাযাত্রা।

খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলস্থ বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার চেতনা মঞ্চে পুস্পার্ঘ্য অর্পন শেষে এক মিনিট নীরবতা পালন করে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা দোস্ত মোহাম্মদ চৌধুরী, সহ-সভাপতি তপন কান্তি দে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম দিদার, পৌর মেয়র মোঃ রফিকুল আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রইস উদ্দিন, পার্বত্য জেলা পরিষদ সদস্য যুব নেতা পার্থ ত্রিপুরা জুয়েল,
জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা, সাধারণ সম্পাদক কে এম ইসলমাইল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা, সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, জেলা শ্রমিকলীগ নেতা মোঃ নুর নবী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাবেদ হোসেনসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

এতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

পরে,বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতি চারণ করে দেশের জন্য জাতীর পিতার অনন্য অবদানের কথা তুলে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। চেতনা মঞ্চ থেকে সকল নেতাকর্মীরা একত্রিত হয়ে নারিকেল বাগানস্থ খাগড়াছড়ি
জেলা আওয়ামী লীগের স্থায়ী নিজস্ব কার্যালয়ে মিলিত হয়।