[caption id="attachment_36272" align="aligncenter" width="684"]
ঘুষের টাকাসহ’ শুল্ক কর্মকর্তা গ্রেফতার[/caption]
হটলাইনে অভিযোগ পেয়ে ‘ঘুষের টাকা’সহ চট্টগ্রাম কাস্টমসের এক রাজস্ব কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমস হাউজের নিচতলায় কার্যালয় থেকে ছয় লাখ টাকাসহ নাজিম উদ্দিন নামে ওই কর্মকর্তাকে আটকের কথা জানান দুদক চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক লুৎফুল কবীর চন্দন।
আরো পড়ুন : বাংলাদেশের অর্থ চুরি: ফিলিপাইনে ব্যাংকারের সাজা
তিনি বলেন, “দুদকের হটলাইন ‘১০৬’ এ অভিযোগ পেয়ে আমরা চট্টগ্রাম কাস্টমস হাউজে রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনের কার্যালয়ে অভিযান চালাই। এসময় তার ড্রয়ার থেকে নগদ ছয় লাখ টাকা পাওয়া যায়। এসব টাকার উৎস সম্পর্কে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
চট্টগ্রাম কাস্টমসের পণ্য খালাসের ছাড়পত্র দেওয়ার দায়িত্বে ছিলেন ওই রাজস্ব কর্মকর্তা।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত