ইরানে কার্গো প্লেন বিধ্বস্ত

বিধ্বস্ত কার্গো প্লেন, ছবি: সংগৃহীত

ঢাকা: ইরানে মালামাল ভর্তি বোয়িং ৭০৭ কার্গো প্লেন বিধ্বস্ত হয়েছে। এটি ১০ ব্যক্তিকে বহন করছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম রিপোর্ট করেছে।

সোমবার (১৪ জানুয়ারি) আবহাওয়ার খারাপ পরিস্থিতির কারণে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

দুর্ঘটনা কবলিত কার্গো প্লেনটি তেহরানের পশ্চিমে কারজ বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু অবতরণের জন্য নিচে নামার সময় প্লেনটি বিধ্বস্ত হয়ে যায়।

সংবাদমাধ্যম বলছে, কিরগিজস্তানের রাজধানী বিসকেক থেকে মালবাহী প্লেনটি ১০ ব্যক্তিকে নিয়ে তেহরানে যাচ্ছিলো। পরে প্লেনটি কারাজ বিমানবন্দরের রানওয়ে ধরতে ব্যর্থ হয়ে একটি দেয়ালে গিয়ে ধাক্কা দেয়।

দুর্ঘটনার পরপরই দ্রুত বিধ্বস্ত এলাকায় মিডিভেক হেলিকপ্টার এবং অ্যাম্বুলেন্স পাঠায় বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।