দুর্বৃত্তের গুলিতে খাগড়াছড়িতে জেএসএস সদস্য নিহত

দুর্বৃত্তের গুলিতে নিহত জেএসএস সদস্য মোহন ত্রিপুরা

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) এমএন লারমা সমর্থিত যুব সমিতি রামগড় উপজেলা শাখার সদস্য নিহত হয়েছে। নিহতের নাম মোহন ত্রিপুরা (৩০)।

সোমবার (১৪ জানুয়ারি) রাত ৮টার দিকে রামগড় উপজেলার জগন্নাথ পাড়া এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রামগড়ের জগন্নাথ পাড়ার বাসিন্দা প্রদেশ ত্রিপুরার বাড়িতে বসে আড্ডা দিচ্ছিল নিহত মোহন ত্রিপুরা। রাত ৮টার দিকে দুর্বৃত্তরা বাড়ির ভেতর ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তলপেটে গুলি লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনার জন্য ইউপিডিএফকে (প্রসীত খীসা) দায়ী করে জনসংহতি সমিতি এমএন লারমা সমর্থীত কেন্দ্রীয় তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সুধাকর ত্রিপুরা বলেন, রামগড়ের জগন্নাথ পাড়া এলাকায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের আধিপত্য রয়েছে। যুব সমিতি রামগড় শাখার সদস্য মোহন ত্রিপুরার হত্যাকান্ড তারাই করেছে।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ’র কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নিরণ চাকমা বলেন, নিজেদের অভ্যন্তরীণ দ্বন্ধে এ হত্যাকান্ড ঘটতে পারে। ইউপিডিএফ’র ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে তারা দোষারোপ করছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।