
লোহাগাড়া : গভীর রাতে সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যাকে সাথে নিয়ে লোহাগাড়ায় এতিম শিশুদের মাঝে শীতের কম্বল বিতরণ করলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো : সাইফুল ইসলাম ।
সোমবার (১৪ জানুয়ারি ) গভীর রাতে আমিরাবাদ ইউনিয়নের আমিরাবদ সুফিয়া আলিয়া দায়েমীয়া এতিমখানা ও একই ইউনিয়নের কালু সিকদার পাড়া হেফাজখানা ও এতিমখানার এতিম শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।
আরো পড়ুন : খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি কারাগারে
এ সময় তাঁর সাথে রাজনীতিবিদ মিয়া মো: শাহজাহন বিন আজিজ, আমিনুল হক মামুন, সমাজ সেবক আকতার হোসেন, মো: ওবায়দুল হক, নজরুল ইসলাম, ইকবাল হোসেন আবদুল ওয়াহেদ, সোহেল, জুবাইর উপস্থিত ছিলেন।
সুবিধাবঞ্চিত এসব শিশু কম্বল পাওয়ায় এতিমখানার শিক্ষক ও নিবাসী শিশুরা লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো : সাইফুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
উল্লেখ্য, চলতি শীত মৌসুমে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো : সাইফুল ইসলামের নিজ উদ্যোগে দু:স্থ গরীবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শীতের কম্বল বিতরণ করে আসছেন।