‘কম সময় ও কম খরচে’ কক্সবাজারে বিরতিহীন গণপরিবহন সেবা

‘কম সময় ও কম খরচে’ কক্সবাজারে বিরতিহীন গণপরিবহন সেবা

কক্সবাজার : ‘কম সময় ও কম খরচে’ কক্সবাজার-টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে যাত্রী সেবায় গণপরিবহন সেবা চালু হয়েছে। ‘নীল দরিয়া পরিবহন এন্ড ট্যুরিস্ট সার্ভিস’ নামে একটি প্রতিষ্ঠান তাদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম এবং
ঐকান্তিক প্রচেষ্টায় এই গণমূখী পরিবহন সেবাটি চালু করে।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার শহরের বাহারছড়া গোলচত্ত¡র মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির দাপ্তরিক কার্যালয় ও পরিবহন সেবা আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

আরো পড়ুন : কাভার্ড ভ্যান চাপায় কলেজ শিক্ষার্থী নিহত চট্টগ্রামে, চালক আটক

এসময় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌরসভার ১১নং ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু। বিশেষ অতিথি ছিলেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ করিম, পরিবহন লাইনের চেয়ারম্যান নাছির উদ্দিন ও ম্যানেজিং ডিরেক্টর আহমেদ হোছাইন।

কাউন্সিলর নুর মোহাম্মদ মাঝু ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন এবং অনুষ্ঠান শেষে নতুন সড়কের নতুন গাড়ি উদ্বোধন করেন বিশেষ অতিথি আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ করিম। উদ্বোধন শেষে গাড়িগুলো যাত্রী নিয়ে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যায়।