নাইক্ষ্যংছড়ি সড়ক দূর্ঘটনায় আহত গ্রাম পুলিশের মৃত্যু চমেকে

সড়ক দূর্ঘটনায় আহত গ্রাম পুলিশের মৃত্যু চমেকে

নাইক্ষ্যংছড়ি : চলন্ত অটোরিক্সা (সিএনজি) থেকে পড়ে আহত বান্দরবানের নাইক্ষ্যংছড়ির গর্জনিয়া ইউনিয়ন পরিষদের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্য জতুল চন্দ্র নাথ চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরো পড়ুন : মন্ত্রী যখন শিক্ষক

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। বড় ছেলে ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক উত্তম কুমার নাথ ও ছোট ছেলে বাংলাদেশ পুলিশের এটিএসআই রতন কুমার নাথ জানান, সম্প্রতি তাঁদের বাবা রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের মহিষেরকুম এলাকায় চলন্ত অটোরিক্সা (সিএনজি) থেকে পড়ে আহত হন। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।