নিসচা-ডায়মন্ড সিমেন্ট গাড়ি চালক সমাবেশে বক্তারা
সড়ক দুর্ঘটনামুক্ত দেশ গড়তে রাজনৈতিক কমিটমেন্ট জরুরী

নিসচা-ডায়মন্ড সিমেন্ট গাড়ি চালক সমাবেশে বক্তারা

চট্টগ্রাম : সড়ক দুর্ঘটনামুক্ত দেশ গড়তে রাজনৈতিক কমিটমেন্ট জরুরী। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে সড়ক নিরাপত্তা বিষয়ে যে কমিটমেন্ট করেছেন তা যথাযথ বাস্তবায়ন করার বিনীত অনুরোধ করছি। সড়কের বিশৃঙ্খলা রোধে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত ১৭ টি নির্দেশনার যথাযথ বাস্তবায়ন চাই।

আরো পড়ুন : চট্টগ্রামে আটক যুবদল নেতা সেলিম কারাগারে

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম দক্ষিণাঞ্চলের অন্যতম পর্যটন স্পট পার্কি বীচের লুসাই পার্কে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধকল্পে গাড়ি চালক সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

দেশের খ্যাতনামা সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগিতায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মোঃ হাকিম আলী।

নিসচা-ডায়মন্ড সিমেন্ট গাড়ি চালক সমাবেশে বক্তারা

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম ইমরান ভুইয়া। প্রধান বক্তা ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, ডায়মন্ডসিমেন্টের ডি.জি.এম আব্দুর রহিম, এ.ডি.জি.এম কামরুজ্জামান প্রমুখ।

শেয়ার করুন