[caption id="attachment_36717" align="aligncenter" width="521"]
কচ্ছপিয়াতে এক রাতে ৪ দোকান চুরি[/caption]
বান্দরবান : নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী এলাকা রামুর গর্জনিয়া কচ্ছপিয়াতে সম্প্রতি চুরি ছিনতাই আশংকাজনক হারে বেড়েছে।
শুক্রবার (১৮ জানুয়ারি) গভীর রাতে কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গিরিংগী মার্কেটে ৪ দোকান চুরি হয়েছে। চুরি হওয়া দোকান গুলো হলো-শাহালম স্টোর, নবী স্টোর, বাবুল স্টোর এবং হোটেল আলম।
গর্জনিয়া পুলিশ ফাড়িঁর আইসি পরিদর্শক মোঃ আলমগীর চুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চুরি খবর পেয়ে সহকারী উপপরিদর্শক নুরুল্লাহ ভুইয়ার নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহ ভাজন কয়েকজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এব্যাপারে আরো তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানান রামুর ওসি মুহাম্মদ আবুল মনসুর।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত